সহজ রাখুন বিক্রি প্রক্রিয়া
(এক)আমার বাসায় গেস্ট আসবে। ওরা মিষ্টি খুব পছন্দ করে। বাসার কাছেই দুটো মিষ্টির দোকান। আমি গেলাম মিষ্টি কিনতে। একটা মিষ্টির দোকান সামনে পড়লো। কিন্তু দোকানটার নিয়ম হচ্ছে জুতা খুলে ঢুকতে হবে। অর্থাৎ ঐ দোকানের মিষ্টি কিনতে হলে আমাকে কেডস খুলতে হবে। ভিতরে ঢুকতে হবে। মিষ্টি কিনে, সেই মিষ্টির প্যাকেট নীচে রেখে, নীচে ঝুকে কেডসের ফিতা …