চিন্তা ও ব্যবসাঃ মুলধন
চিন্তা ও ব্যবসাঃ মুলধনব্যবসায়ের সবচেয়ে বড় মুলধন কি?প্রশ্নের উত্তরে প্রথমেই যেটা মাথায় আসে, সেটা হচ্ছে টাকা।• “তুই ব্যবসা করবি? ব্যবসা করতে অনেক টাকা লাগে।”• “কিছু টাকা পাইলে দেখি একটা ব্যবসা শুরু করমু।”• “আমার টাকা নাই ভাই, তাই আমারে দিয়া ব্যবসা হইবোনা।”আরও অনেক উদাহরণ আছে, যা দিলে ব্লগ বড় হবে। এসবই প্রমাণ করে দেয়, আমরা মনেপ্রাণে …