দেরিতে হলেও আবারও শুরু হলো বিক্রিবাড়ুক এর ব্লগিং কার্যক্রম। ২০১৮ তে আমাদের ওয়েবসাইটে হ্যাকিংজনিত সমস্যার কারণে সাইটটি ডিলিট করতে হয়। প্রচুর ম্যালওয়্যার থাকায়, ডাউনলোড করা সাইটকে নতুনভাবে বসানো যায়নি, তাই তখনকার ব্লগগুলো হারিয়ে যায়। সেই সময় আমাদের টিম দুর্বল থাকায়, সমস্যার সঠিক সমাধান করতে পারিনি।
আমরা নতুনভাবে ব্লগ সাজাচ্ছি। এখানে মাঝারি মানের ব্লগ থাকবে। যা দ্রুত পড়া যাবে। বড় ব্লগ পড়ার সময় অনেকেরই থাকেনা।
ইচ্ছে আছে সপ্তাহে দুটো করে ব্লগ পাব্লিশ করা।
যার অধিকাংশই হবে, বিজনেস, ওয়েবসাইট আর কন্টেন্ট রিলেটেড। প্রতিটি লেখাই হবে ইউনিক।
নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। লেখাগুলো নিয়মিত পড়তে জয়েন হোন আমাদের ফেসবুক গ্রুপে বিক্রি বাড়ুক ফেসবুক গ্রুপ ।
তাজুল ইসলাম মাসুদ,
masud@bikribaruk.com