• bikribaruk,  website

    এত অল্পতে ওয়েবসাইট কীভাবে সম্ভব?

    এখন আগের চেয়ে সহজ পৃথিবী দ্রুত বদলাচ্ছে। দিনকে দিন সহজ হচ্ছে প্রযুক্তি। আগে একটি নরমাল সেল ফোন কিনতে লাগতো ৮০ হাজার টাকা, এখন ১০ হাজার টাকাতেই পাচ্ছি স্মার্টফোন, যাকে মিনি কম্পিউটারও বলা যায়। গবেষনা আর প্রতিযোগীতার কারনে সব কিছু সহজ আর অল্পমুল্যে পাওয়া যাচ্ছে। এত আল্পতে ওয়েবসাইট দিতে পারছি, কারন এখন ওয়েবসাইট করাটাও আগের চেয়ে সহজ। আগে কোডিং এরপর কোডিং বসাতে প্রোগ্রামারদের প্রচুর কষ্ট হতো। সবাই আবার সব প্রোগ্রামিং পারতোও না। এত কষ্ট করে সাইট বানালেও সেই সাইট দৃষ্টিনন্দনও হতোনা। এখন সহজ সফটওয়ারের কারনে আগের চেয়ে তুলনামুলকভাবে সহজেই বানানো যাচ্ছে ওয়েবসাইট। সেই সফটওয়ারের প্লাগিনও সহজে পাওয়া যায়। যার কারনে কাজ আরও সহজ হচ্ছে। হোস্টিং নতুন কেউ ওয়েবসাইট বানাতে গেলে অধিকাংশই…